বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই আপন ভাই-বোন নিখোঁজ হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে যমুনা নদীর সারিয়াকান্দি পৌর শহরের কালিতলা খেয়াঘাটসংলগ্ন চরবাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা পর্যন্ত দুই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ দুই শিশু উপজেলার চরবাটিয়া এলাকার মশিদুল সরকারের মেয়ে নীরা আকতার (১২) এবং ছেলে জিসান মিয়া (৮)। এর মধ্যে নীরা সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং জিসান ময়ূরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।