টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর হাসানের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একই দলের নেতা ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু।
গতকাল রোববার এ সংক্রান্ত অভিযোগ সম্বলিত একটি চিঠি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে জেলার আরও ৭ উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি। দ্য ডেইলি স্টারকে তিনি জানান, গতকাল বিকেলেই তিনি চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান ইউনুস গোপালপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিও জানান।