আসামি ধরতে গিয়ে ‘স্ত্রীকে মারধর ও লুটপাট’, এসআই প্রত্যাহার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৪:৪৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসামি ধরতে গিয়ে তার স্ত্রীকে মারধর এবং ‘আলমারি খুলে টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার’ অভিযোগে পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


মাহবুব মোর্শেদ নামের ওই পুলিশ উপ পরিদর্শক সীতাকুণ্ড মডেল থানায় দায়িত্বরত ছিলেন। তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানিয়েছেন।  


সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একটি অভিযোগ আসার পর এসআই মাহবুব মোর্শেদকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।”


গত শনিবার সন্ধ্যায় ‍পুলিশ সুপারের কাছে ওই লিখিত অভিযোগ দেন সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার নুরুল ইসলামের স্ত্রী খালেদা আক্তার।



 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us