দুর্বার বিজয় এবার লিগে হাজার রান করতে পারবেন?

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৩:১৩

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হক বিজয়ের ব্যাট যেন মলিন হওয়ার নয়। নামলেই পাচ্ছেন রান। উইকেট আঁকড়ে পড়ে না থেকে রান আনছেন দ্রুত গতিতে। প্রথম রাউন্ডে ঝলকের পর সুপার লিগেও ঝলমলে ব্যাটিং দিয়ে শুরু করেছেন তিনি।


সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৮৫ বলে ৭৭ করেন বিজয়। ফলে এবারের লিগে ১১ ম্যাচে তার রান দাঁড়াল ৮০৫। গড় ৭৩.১৮ , স্ট্রাইকরেট ৯৭.২২! লিগে বাকি আছে চার ম্যাচ। তা থেকে আর ১৯৫ রান করতে পারলেই এক লিগে হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।


ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর এক আসরে এখনো কেউ এক হাজার রান করতে পারেননি। সেদিক থেকে একটা রেকর্ডেই বসা হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনারের।


সোমবার বিজয়ের আগে ব্যাটিং পেয়ে আবাহনীর বিপক্ষে ৯ উইকেটে ২৭৩ রান করেছে প্রাইম ব্যাংক। 


 টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাট করতে দিয়েছিল আবাহনী। ব্যাটিং পেয়ে শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দারুণ শুরু আনেন বিজয়। প্রথম দিকে একটু দেখেশুনে খেললেও সময়ের সঙ্গেই ডানা মেলেন এই ডানহাতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us