নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে।
ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন সম্পর্কে কাদের মির্জার ভাগনে।
রোববার সকালে উপজেলার বামনীয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কাদের মির্জা বক্তৃতা দেওয়ার সময় এ হুমকি দেন।
বক্তৃতার ৫ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে, তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, 'একটা পকেটমার, দখলদার, সন্ত্রাসী, জুয়াড়ি তাকে এখানে মানুষ ভোট দেয় নাই। ভোট চুরি করে প্রশাসনের সহযোগিতায় চেয়ারম্যান হয়। তোর তুন বড় চেয়াম্যান অগল অড়া হামালি গেছে, তুই কিয়া। সাবধান করে দিয়ের। উডাই লই যামু ইয়ানতুন, ইয়ানতুন উডাই লই যামু। উডাই লই যাই বাপের নাম ভুলাই দিমু। সাবধান।'