রমজানের সরবরাহে টিসিবিতে ভর্তুকি ৬৫৪ কোটি টাকা

সমকাল প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১৯:৩৩

রমজান উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ৬৫৪ কোটি টাকা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সরকারের ভর্তুকি দিতে হচ্ছে। এ ভর্তুকি টিসিবির নিয়মিত কার্যক্রমের ভর্তুকির অতিরিক্ত।


সম্প্রতি টিসিবির তৈরি করা এক প্রতিবেদন থেকে জানা গেছে রমজান উপলক্ষে বিশেষ কার্ডের মাধ্যমে সারাদেশে এক কোটি পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর সরবরাহ করছে। ঢাকা ও বরিশাল সিটি করপোরেশন বাদে অন্যান্য সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে টিসিবি এসব পণ্য পৌঁছে দিচ্ছে। এজন্য পরিবারগুলোকে দেওয়া হয়েছে বিশেষ কার্ড। একটি কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি করে চিনি, ছোলা, মসুর ডাল ও চিনি দেওয়া হচ্ছে। একটি পরিবার রমজানে দু'বার করে পাচ্ছে এসব পণ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us