হেলমেট না পরলে স্টার্ট নেবে না স্কুটার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১৩:৫৬

বিশ্বের গাড়ির জগতে বিএমডব্লিউ এর প্রতিষ্ঠিত নাম। লাক্সারি গাড়ি উৎপাদনের জন্য বিখ্যাত এই নির্মাতা সংস্থাটি। তবে শুধু চার চাকা নয়, দুই চাকার যানের দিকেও বেশ সময় দিচ্ছে সংস্থাটি। টু হুইলার যান উৎপাদনেও যথেষ্ট সুনাম কুড়িয়েছে বিএমডব্লিউ।


কিছুদিন আগেই ভারতের বাজারে বিএমডব্লিউর সি ৪০০ জিটি (C 400 GT) স্কুটার লঞ্চ করেছে। খুবই পাওয়ারফুল এই স্কুটার। এই স্কুটারের ইঞ্চিন ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে। এই স্কুটারের সবচেয়ে বড় সুবিধা এটি দুর্ঘটনা প্রতিরোধী।


বাইক দুর্ঘটনারোধে একাধিক ফিচার আনছে নির্মাতা সংস্থাগুলো। এবার বিএমডব্লিউর স্কুটারটিতে রয়েছে বিশেষ এক ফিচার। রাইডার যতক্ষন না পর্যন্ত হেলমেড পরছেন ততক্ষণ এটি স্টার্ট নেবে না।


বিএমডব্লিউ কিছুদিন আগেই ভারতের বাজারে তাদের নতুন স্কুটারটি লঞ্চ করেছে। খুবই পাওয়ারফুল এই স্কুটার। এই স্কুটারের ইঞ্চিন ৩৫ বিএইচপি পাওয়ার ও ৩৪ এন এম পিক টর্ক জেনারেট করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us