বাঁধে ফাটল, গুরমা হাওরে ডুবছে ফসল

সমকাল প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১২:২৪

ভারী বৃষ্টিপাতের পর উজানে প্রবল ঢেউয়ে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে।


স্থানীয়রা জানান, রোববার সকাল ৮টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে গেছে পানি ঢুকে পড়ছে গ্রামে।


বর্ধিত গুরামা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে তদারকিতে নিয়োজিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের ইউপি সদস্য মিছবাহ উদ্দিন পলাশ সমকালকে বলেন, এভাবে হাওরে পানি প্রবেশ করতে থাকলে বর্ধিত গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।


শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে গেছে এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান রোববার ভোরে এলাকা পরিদর্শনে আসেন। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে। গত ১০ দিন ধরে আমরা এ অবস্থায় আছি। এ অবস্থায় ক্লান্ত হয়ে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us