আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ট্রলার ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান সংশ্লিষ্টদের। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইএমও) শনিবার এক টুইটে বিষয়ে জানিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, ট্রলারটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথার সমুদ্র উপকূলে ডুবে গেছে। ট্রলারটিতে থাকা অধিকাংশরাই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। উল্লেখ্য, আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের জন্য লিবিয়ার সাবরাথা শহরটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আইওএম জানিয়েছে, তাঁরা (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) সমুদ্র থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন। সংস্থাটি জানিয়েছে, তাঁদের ধারণা নিখোঁজদের সবাই এরইমধ্যেই মারা গিয়েছেন।