এএফসি কাপের প্লে-অফপর্বের ম্যাচ খেলার উদ্দেশে ইতিমধ্যে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী। শনিবার দেশ ছাড়ার পর দুপুরেই আগেই কলকাতায় পৌঁছে গেছে মারিও লামোসের নেতৃত্বাধীন দলটি। সেখানে ম্যারিয়েট নামক হোটেলে অবস্থান করছে আবাহনীর ফুটবলার ও কোচিং স্টাফের সবাই।
ঢাকা আবাহনী যে হোটেলে অবস্থান করছে, ঠিক একই হোটেলেই রয়েছে প্লে-অফপর্বে তাদের প্রতিপক্ষ দল মোহনবাগানও। কলকাতায় পৌঁছানোর পর আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘দলের সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাঠে অনুশীলনের সূচি ছিল।
হোটেলের আনুষ্ঠানিকতায় ও কিছুক্ষণ আগে মধ্যাহ্ন ভোজ শেষ হওয়ায় আজ মাঠের অনুশীলনের পরিবর্তে হোটেলে জিম সুইমিং হবে।’ রবিবার ও সোমবার দু'দিন অনুশীলন করবে মারিও লামোসের শিষ্যরা। ১৯ এপ্রিল বিশ্ব যুব ভারতীতে মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচের জয়ী দল এএফসি কাপের মূল পর্বে খেলবে।