ফ্রান্সজুড়ে ভোজ্য তেলের তীব্র সংকট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১৭:১০

ফ্রান্সে ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। খুচরা বাজার থেকে পাইকারি সর্বত্রই একই চিত্র। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পরপরই তেলের ঘাটতি দেখা দেয়। রমজান মাস উপলক্ষে দেশটিতে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।


ইউরোপের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মুসলমানের বসবাস ফ্রান্সে। যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখজনক। রমজানের ইফতারি আয়োজনে অতিরিক্ত তেলের প্রয়োজন হওয়ায় চলতি মাসে সংকট তীব্র হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


প্যারিস ও আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সুপারশপে তেলের তাকগুলো খালি পড়ে আছে। কোথাও একজন ক্রেতাকে এক লিটারের বেশি তেল নিতে বারণ করে নোটিশ টানানো হয়েছে।


প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শাহীন খন্দকার জানান, অতিরিক্ত মূল্য দিয়েও তেল কিনতে পারছেন না। ফলে এবারের ইফতার আয়োজনে অনেক আইটেমই বাদ দিতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us