শেখ হাসিনার আমল ছাড়া অন্য কারো আমলে বাংলাদেশ এত ভালো ছিল না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ৭৫ পরবর্তীকালে শেখ হাসিনার আমল ছাড়া অন্য কারো আমলে বাংলাদেশ এত ভালো ছিল না। শেখ হাসিনার আমলে বাংলাদেশ বেটার দ্যান বিফোর।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক সরকার এসেছে বঙ্গবন্ধু হত্যার পর। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতির বরখেলাপ করেছে। ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। গণতন্ত্রের নামে গণতন্ত্রের মুখোশ পরা বর্ণচোরা।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের ভুল-ত্রুটি আছে। আমরা দেশ পরিচালনা করি, ভুল-ত্রুটি আমাদের থাকতেই পারে। তবে আমরা দেশটাকে যত ভালো চালিয়েছি এবং চালিয়ে যাচ্ছি, এ দেশকে যা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি তা অন্য কেউ বঙ্গবন্ধুর পর দিতে পারেনি। তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। আর শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য ক্ষমতায় আছেন এবং তিনি জনগণের ভাগ্য উন্নয়নের জন্যই অবিরাম কাজ করে যাচ্ছেন, বলেন কাদের।