পরনে সাদা শার্ট। তার ওপর পর কালো স্যুট। এসব পরেই সুইমিং পুলে নেমে গেলেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম আকরাম। বিষয়টি চমকে দেওয়ার মতোই। যদিও পাকিস্তানি তারকা কাজটি করেছেন অন্য কারণে। মূলত পুরোনো রাগ উগরে দিতেই কাজটি করেন ওয়াসিম আকরাম। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে সুইমিং পুলের ভিডিওটি পোস্ট করেন ওয়াসিম। ক্যাপশনে লেখেন, ‘গরিব ও মূর্খের মতামত কখনই নেওয়া উচিত নয়।’ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, এর আগেও সুইমিং পুলের নামার একটি ভিডিও পোস্ট করেছিলেন ওয়াসিম। সেই ভিডিও দিয়ে ট্রলের শিকার হন পাকিস্তানি তারকা।