দাম বাড়লেও পণ্য কেন অবিক্রীত থাকে না?

বাংলা ট্রিবিউন আমীন আল রশীদ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ২০:৫৪

– তরমুজ কত?


– ৪০ টাকা কেজি।



– এক কেজি দেন।



– কাইটা দেওয়া যাবে না। নিলে পুরোটা।


– কাইটা না দিলে কেজি দরে বেচেন কেন? কৃষক কি কেজি দরে বেচে?



রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে বিক্রেতার সঙ্গে এই বচসার পরে গোস্বা হয়ে তরমুজ না কিনেই চলে যান ক্রেতা। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, ওই বিক্রেতার একটি তরমুজও অবিক্রীত থাকেনি। ক্রেতারা কেজি দরেই তরমুজ কিনেছেন। যদিও যে কৃষকরা ওই তরমুজ উৎপাদন করেছেন, তাদের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা পিস বা শ’ হিসাবে কিনেছেন। কিন্তু পিস হিসাবে কেনা তরমুজ বাজারে এসে কেন এবং কীভাবে, কোন যুক্তিতে আলু পটলের মতো কেজি দরে বিক্রি হয়ে গেলো, তা নিয়ে কিছু ক্রেতার মাথাব্যথা হলেও আখেরে ওই বিক্রেতাদের কোনও ধরনের জবাবদিহির মধ্যে পড়তে হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us