পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, এমন দাবি প্রত্যাখান করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র বলেন, পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরানকে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল না।
অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, বিদেশিরা তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে একটি হুমকির চিঠির কথা ভাষণে তুলে ধরেন ইমরান খান। বলেন, আমি ৭ বা ৮ মার্চ আমি একটি চিঠি পেয়েছি, আমাদের মতো একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন বার্তা আমাদের দেশের বিরুদ্ধেও। মূলত যুক্তরাষ্ট্রকে এই ইঙ্গিত করে এসব কথা তুলে ধরেন ইমরান খান।