ইউক্রেনে বসবাস ছিল রুশ নাগরিক সেমেন বোবরোভস্কির। বসবাসের সূত্রে তাঁর পরিচয় হয় ইউক্রেনের নাগরিক দারিয়া সাখনিউকের সঙ্গে। একপর্যায়ে তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইচ্ছা ছিল রাজধানী কিয়েভে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বিয়ে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যান সাখনিউক ও বোবরোভস্কি। এ অবস্থায় তাঁরা পাড়ি জমান মেক্সিকোতে। উদ্দেশ্য ছিল মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন।
বিবিসির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন বিধির কারণে সেখানেও বিপত্তিতে পড়েন তাঁরা। কিন্তু এই বিপত্তি তাঁদের বিয়েতে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অনেক ঝক্কি পেরিয়ে অবশেষে গত বুধবার মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে ছোট আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সাখনিউক ও বোবরোভস্কি।