রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। এছাড়া আগুন লাগার কারণও খুঁজে বের করা হবে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস জানায়, ১২টা ৬ মিনিটে আগুন লাগার খবর পায় বাহিনীটি। খবর পাওয়ার আট মিনিটের মাথায় ১২টা ১৪ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে আরও ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বউবাজারের ৪ নম্বর গলির ওই কারখানাটি টিনশেডের। সেখানে দাহ্য পদার্থ ছিল।