ইফতারে ঠান্ডা পানীয় না থাকলে কি চলে! প্রতিদিন লেবুর শরবত পান করতে কারই বা ভালো লাগে। এর চেয়ে ইফতারে তৈরি করতে পারেন কাঁচা আম-দইয়ের স্মুদি। গরমে ঠান্ডা ঠান্ডা এই স্মুদি স্বস্তি দেবে।
শুধু স্বাদেই নয় বরং এই স্মুদি পানিশূন্যতা দূর করে, শরীর ঠান্ডা রাখবে ও সারাদিনের রোজা রাখার পর শরীরের লবণের চাহিদা পূরণ করবে।