পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি। টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।
২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিট বিক্রি চলছে। টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।
ঈদে রংপুরে যাবেন সুজন চৌধুরী। গাবতলী কাউন্টারে টিকিটের খোঁজ নিতে এসেছিলেন তিনি। বললেন, গাজীপুরের দিকে রাস্তার কাজ চলার কারণে যানজট বেশি হবে। তাই আগে ট্রেনের টিকিট পাওয়ার চেষ্টা করবেন। না হলে বাসে যাবেন।