সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিজি-৪৯৬ বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের নির্ধারিত সূচি ছিল। এটি ছিল এয়ারলাইনসের সর্বশেষ বিমান। বাতিলের কারণে বিমানের ৭০ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছে। পরে রাত ১১টার দিকে ২৬ জন যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।
ঢাকা শহরের আদাবর এলাকার বাসিন্দা এম এম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্বত্বাধিকারী প্রকৌশলী হাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবির একটি কনস্ট্রাকশনের কাজ করছেন। জরুরি প্রয়োজনে রাতে ঢাকায় ফিরতে এ বিমানে ওঠেন। বিমানে সকল যাত্রী ওঠানোর পর যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা দেওয়া হয়। প্রথমে ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। অপরদিকে এটি ছিল সৈয়দপুর থেকে বিমানের সর্বশেষ ফ্লাইট। তাই যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।