চলতি মাসের শুরুর দিকে হয়ে গেছে কাতার-২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। যেখানে আট গ্রুপে ভাগ করা হয়েছে ২৯টি দলকে। এখনও প্লে-অফ শেষ না হওয়ায় বাকি রাখা হয়েছে তিনটি ঘর। যার একটি ঝুলে ছিল ইউক্রেনের তখনকার অবস্থার কারণে।
গত ২৪ মার্চ গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউক্রেন ও স্কটল্যান্ডের। কিন্তু তখন ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার কারণে সেই ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। অবশেষে চূড়ান্ত হয়েছে এই ম্যাচটির নতুন সূচি।