বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ। ১ বৈশাখ দিয়ে উদ্যাপন শুরু আর শেষ হয় চৈত্র সংক্রান্তির গাজনের বাজনায়। আজ, শুক্রবার, ১৫ এপ্রিল নববর্ষ। শহরজুড়ে বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। বাড়িতে নয়, বন্ধুর বাড়িতে বৈশাখী আড্ডা জমানোর পরিকল্পনা করছেন?
কেমন হবে আপনার সাজ? ১) নতুন বছরে সেজে উঠুন নতুন করে। এই গরমে অতিরিক্ত সাজগোজ না করাই ভাল। খাদি কিংবা হ্যান্ডলুম শাড়িতে সেজে উঠুন। ব্লাউজের পরিবর্তে ক্রপটপ পরতে পারেন। সাজে থাকুক সাবেকি ও আধুনিকতার মিশ্রণ। শাড়ি পরেছেন বলে খুব বেশি গয়না পড়তে হবে তার কোনও মানে নেই। গলায় একটা চোকার কিবা লম্বা অক্সিডাইজড নেকপিস পরতে পারেন। সে ক্ষেত্রে কানে দুল না পরলেও চলবে।২) এই গরমে যদি চুল খুলে না রাখাই ভাল। মাথায় উচু করে একটা মেসি বান করে নিতে পারেন। আলগা করে বিনুনিও করে নিতে পারেন।