পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর দলের সংসদ সদস্যদের দলত্যাগের বিষয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এই সংসদেরা যাতে ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ আদালতের পদক্ষেপ চেয়েছেন ইমরান খান।
পিটিআইয়ের আইনজীবী বাবর আওয়ান দলছুট সাংসদদের বিষয়ে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে আবেদন জমা দেন। এ বিষয়ে তিনি সব বিচারপতিকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠনেরও অনুরোধ জানান।
ইমরান খানের করা ওই আবেদনে বলা হয়েছে, ফ্লোর ক্রসিং করা আইনপ্রণেতারা সংবিধানের ৬৩–এ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এ অনুচ্ছেদ অনুযায়ী, দলত্যাগের কারণে বা হাউসে (নিজ দলের পক্ষে) ভোটদানে বিরত থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য অযোগ্য হতে পারেন। নির্বাচন নিয়ে দলের জারি করা কোনো নির্দেশের বিপরীতে গেলেও তিনি সংসদ সদস্য হিসেবে অযোগ্য হবেন।