ধর্মের সঙ্গে বৈশাখকে না মেলানোর আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বাভাবিক বিষয়, এটা বলে বলে প্রচারের কিছু নেই। আমরা সবাই বাঙালি। বৈশাখে সবাই আনন্দে করছে। কোনো মৌলবাদী এটা বন্ধ করলে তারা বাধাপ্রাপ্ত হবে। আমার বিশ্বাস এ অপশক্তি নিশ্চিহ্ন হবে।
এম এ মান্নান বলেন, আমার ধারণা কেউ বৈশাখের বিরুদ্ধে নেই। মৌলবাদী মহল যদি এটি নিয়ে নেতিবাচক কিছু করতে চায়, তবে তারা চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হবে।