হাসপাতালের পলেস্তারা খসে রোগী আহত, ভবন পরিত্যক্ত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ১১:০১

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে পড়ে আবদুস ছালাম (৫৬) নামে এক রোগী আহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের দোতলার পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত আবদুস সালাম বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকার বাসিন্দা।


তিনি শ্বাসকষ্টজনিত রোগে পুরুষ ওয়ার্ডে ভর্তি ছিলেন। ঘটনার পর হাসপাতালের ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাই রোগীদের নিরাপদ একটি ভবনে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতে খাওয়ার পর যার যার মতে ঘুমাতে গিয়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগী মাথায় আঘাতপ্রাপ্ত হন।


এ সময় চিৎকারে রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার জাগো নিউজকে বলেন, হাসপাতালের দোতলার পুরুষ ওয়ার্ডের একটি গ্রেট বিমের পলেস্তারা খসে পড়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us