তিনি বিএনপির সাংসদ। কিন্তু দলীয় কার্যক্রমে তাঁর তেমন অংশগ্রহণ নেই। নির্বাচনী এলাকাতেও যান কম। তিন উপজেলায় তিন প্রতিনিধি সাংসদের কার্যক্রম দেখভাল করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ আমিনুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ তুলছেন দলের স্থানীয় নেতারা।
আমিনুল ইসলাম বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত নভেম্বরে জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হলে আমিনুল ইসলাম পদ হারান।
সাংসদবিরোধীদের অভিযোগ, আমিনুল ইসলাম তাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ নেই বললেই চলে। তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছেন।