ফরিদপুরের মধুখালীতে গাছ-বাঁশে পেঁচিয়ে ১০ বছর ধরে চলছিল বিদ্যুৎ সংযোগ। উপজেলার মেগচামী গ্রামে গাছের ডালে ও বাঁশের খুঁটি বসিয়ে তার টেনে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ সঞ্চালনের খবর প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে সংবাদের সত্যতা পেয়ে বিদ্যুতের স্থায়ী খুঁটি স্থাপনের কাজ বাস্তবায়ন করেছেন। এতে স্বস্তি ফিরেছে ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে।
‘গাছ-বাঁশ পেঁচিয়ে ১০ বছর ধরে চলছে বিদ্যুৎ সংযোগ’ শিরোনামে গত ৩১ মার্চ জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এলাকাবাসী সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার মেগচামী ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া খানবাড়ী থেকে মধ্যপাড়া গোরস্থান মডেল বাজার পর্যন্ত এলাকায় গাছ ও বাঁশের ঝাড়ের মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণভাবে সংযোগ দেয় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) রাজবাড়ী অফিস।
বৈদ্যুতিক খুঁটি না বসিয়ে বাঁশ ও গাছের ডালে বিদ্যুতের তার টেনে নেওয়া হয়েছিল। অনেক স্থানে তারের ভারে বাঁশগুলো হেলে পড়ে। কোথাও বা হেলে থাকা বাঁশ আরও একটা বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়।