নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় এবার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন বিরোধীরা। কয়েক দিন ধরে রাজপথেও চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে দক্ষিণ এশিয়ার এ দ্বীপরাষ্ট্রের সরকার।
শ্রীলঙ্কার প্রধান বিরোধী জোট এসজেবি আজ বুধবার জানিয়েছে, আগামী সপ্তাহে পার্লামেন্টের অধিবেশন বসলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তাঁর বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। জোটের জাতীয় সমন্বয়ক এরান বিক্রমারত্নে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। সাধারণ মানুষের এখন আর সরকারের প্রতি আস্থা নেই। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।