বৈশাখের আমেজ সকাল থেকেই শুরু হয়। তাই সাজগোজ এমন হওয়া জরুরি যেন সারাদিন তা স্থায়ী হয়। আর গরমে মেইকআপ দীর্ঘস্থায়ী করার উপায় হল হালকা বেইজ তৈরি করা। বৈশাখের মেইকআপ করার উপায় সম্পর্কে শিবানী’জ অ্যারোমার কর্ণধার শিবানী দে বলেন, “মেইকআপ করার প্রথম ধাপে- আগে ত্বককে ভালো মতো প্রস্তুত করে নিতে হবে।
এজন্য আগেই ত্বক স্ক্রাব করে নিতে হবে যেন ত্বকের মৃত কোষ দূর হয়। এতে মেইকআপ ব্যবহার করা সহজ হবে এবং ভালো মতো বসবে।”মেইকআপ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখারও পরামর্শ দেনে এই রূপবিশেষজ্ঞ।ত্বক প্রস্তুত করামুখ ভালো মতো পরিষ্কার করে তাতে আর্দ্রতা-রক্ষাকারী সেরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। খুব বেশি মুখ ঘামার প্রবণতা থাকলে পাতলা কাপড়ে কয়েক টুকরা বরফ নিয়ে তা দিয়ে ত্বক মালিশ করতে পারেন।
এতে ত্বক ঠাণ্ডা থাকবে, বাড়তি সিবাম উৎপাদন কমবে এবং মেইককাপ দীর্ঘস্থায়ী হবে।সেরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক প্রস্তুত করার পরে উন্নতমানের সানব্লক ব্যবহার করতে হবে।