গাজীপুরে তলিয়ে গেছে ১২০ হেক্টর জমির বোরো ধান

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১৮:০৩

নদ-নদী ও বিলের পানি বেড়ে যাওয়ায় গাজীপুর মহানগর ও কালিয়াকৈর উপজেলাসহ গাজীপুর জেলার ১২০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। উপায় না দেখে আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।


গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, গত ২ দিন ধরে যমুনা নদী, তুরাগ নদ এবং মকশ বিলসহ কয়েকটি বিলের পানি বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরের ইসলামপুর, ইটাহাটা, কড্ডা, মজলিসপুর, লাঠিভাঙ্গা, সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা, তুরাগ নদের আশেপাশের এলাকা, কালিয়াকৈর উপজেলার মকশ বিল, মৌচাক এলাকার ধানখেত পানিতে ডুবে গেছে।


ভাওয়াল মির্জাপুর এলাকার কৃষক ইন্তাজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি এবার ১ একর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। ফলন ভালো হয়েছিল। আর কয়েক দিনের মধ্যেই ধান পুরোপুরি পেকে যেত। কিন্তু মঙ্গলবার থেকে হঠাৎ করে তুরাগ নদের পানি বেড়ে যাওয়ায় জমির ধান তলিয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us