মানুষের চাহিদা মেটাতে বরাবরের মতো এবারও ঈদে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
এই রোজার ঈদে ২৭ হাজার ৬০০ কোটি টাকার নতুন নোট ছাড়া হবে বলে জানিয়েছেন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি ঈদেই নতুন নোটের চাহিদা থাকে। চাহিদা বিবেচনায় নিয়ে এবারের ঈদে এই পরিমাণ নতুন নোট বাজারে ছাড়া হবে।
এর মধ্যে ১০ টাকার নোট হবে ৭৯ কোটি ৪৫ লাখ টাকা, ২০ টাকার নোট হবে ৩১৭ কোটি ৯০ লাখ টাকা, ৫০ টাকার নোটি হবে ১৪৪ কোটি টাকা, ১০০ টাকার নোট হবে ১ হাজার ৭০০ কোটি টাকা, ২০০ টাকার নোট হবে ৩৬৩ কোটি টাকা, ৫০০ টাকার নোট হবে ৫ হাজার ৫৯৭ কোটি ৫৩ লাখ টাকা, ১ হাজার টাকার নোট হবে ১৫ হাজার কোটি টাকা।