আজও রহস্য 'ড্যান্সিং প্লেগ'

সমকাল প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১০:৫০

করোনা মহামারি দুই বছর ধরে দফায় দফায় দাপট দেখাচ্ছে। এই ভাইরাসের সংক্রমণ বিপর্যস্ত করে দিচ্ছে জীবন-জীবিকা। থেমে নেই এই গরমকালেও। তবে ইতিহাসে ভাইরাস আক্রমণের ঘটনা প্রথম রেকর্ড করা হয় ১৫১৮ সালে।


ওই বছরের গ্রীষ্ফ্মকালে অদ্ভুত এক ধরনের অসুখ ছড়িয়ে পড়ে। আর একবার আক্রান্ত হলে রোগীরা নাচতে শুরু করত, অনেকে মৃত্যু পর্যন্ত নেচেছিল। এ জন্যই হয়তো এর নাম দেওয়া হয়েছিল 'ড্যান্সিং প্লেগ'।


এই রোগ দেখা দিয়েছিল রোম সাম্রাজ্যের আলসেসের (বর্তমানে ফ্রান্স) স্ট্রাসবুর্গ শহরে। সেখানে প্রায় ৫০ থেকে ৪০০ মানুষ রাস্তায় দিনভর নাচতেন। নাচতে নাচতে অনেকের মৃত্যু হয় বলে দাবি করেন কিছু ইতিহাসবিদ। তবে এ নিয়ে বিতর্কের অন্ত নেই।


স্ট্রাসবুর্গে এই রোগ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলে সেই সময়ের চিকিৎসকদের নথি, স্থানীয় সংবাদপত্র ও শহর প্রশাসনের নথি থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us