প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের ফোন

ডেইলি স্টার প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২৩:৪৬

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স অন ফুড, এনার্জি অ্যান্ড ফিনান্সে (জিসিআরজি) যোগদানের আমন্ত্রণ জানানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেন।


একই প্লাটফর্মে যোগ দেওয়ার জন্য তিনি ইন্দোনেশিয়া ও সেনেগালের প্রেসিডেন্ট এবং বার্বাডোস ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়ে এই সংস্থার লক্ষ্য পূরণে তার আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন।


তিনি জাতিসংঘ মহাসচিবকে ইউক্রেনে চলমান যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং একইসঙ্গে মহামারি পরিস্থিতি নিয়ে অবহিত করেন। তিনি জানান, এসব কারণে খাদ্য থেকে শুরু করে জ্বালানির দাম, আর্থিক ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us