বাংলাদেশের প্রথমদিকের বিস্মৃত সিনেপত্রিকা সাজঘর কেমন ছিল

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২২:৩১

সাজঘরের কথা মনে করতে পারার মতো বেশি লোক বুঝি নেই আর দেশে। ষাটের দশকের একটি বাংলা বিনোদন পত্রিকা এটি। মাসের প্রথম সপ্তাহে বের হতো। বুক সাইজের পত্রিকাটি বের হতো সচিত্র। এর মূল্য ছিল, পূর্ব পাকিস্তানে ৭৫ পয়সা আর পশ্চিম পাকিস্তানে ৮৭ পয়সা। এতে কবিতা, গল্প, উপন্যাসও ছাপা হতো। ছাপা হতো সংস্কৃতির খবর। চলচ্চিত্রশিল্পীরা পাঠকের প্রশ্নের উত্তর দিতেন। জনপ্রিয় গানের কথা ছাপা হতো। স্টুডিও প্রদক্ষিণ বলে আলাদা একটি বিভাগ ছিল। ওই বিভাগে একটি লেখা ছিল এমন- 'পূর্ব বাংলায় চলচ্চিত্র নির্মাণে এখন উচ্ছ্বাসের অন্ত নেই। যেদিকে তাকান দেখবেন নতুন নতুন বই হচ্ছে। ফ্লোর ব্যস্ত, কলাকুশলীরা ব্যস্ত, সবাই ব্যস্তসমস্ত। ঢাকা স্টুডিওর এই ছোট্ট ফ্লোরটি আজ সরগরম। গরম থেকে এলো অনেকের নাম, শবনমের কথা ছেড়েই দিলাম, কবরি এখন ফেপে উঠছেন বলতে হবে, ছোট্ট মায়াজড়ানো মেয়েটি এই সেদিনও অজ্ঞাত মনিমুক্তার মতো অতলে নিমজ্জিত ছিল, আর সে মনি এখন জলজ্বল করে জ্বলছে।'     


সাজঘরের শিল্পী পরিচিতিতে নায়ক, নায়িকা, সংগীশিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হতো। ছাপা হতো আয়ুর্বেদী, ইউনানী ওষুধালয়ের বিজ্ঞাপন। মুক্তি প্রাপ্ত চলচ্চিত্রগুলোর বিজ্ঞাপন। টেইলার্স, কনস্ট্রাকশন কোম্পানির বিজ্ঞাপনও ছাপা হতো। কয়েক পৃষ্ঠাজুড়ে ছাপা হতো সিনেমার স্থিরচিত্র, নীচে লেখা হতো পরিচয়লিপি। যেমন 'প্রীত জানে না রীত' ছবির একটি ভয়ের দৃশ্যে চান্দা ও মিন্টু কিংবা 'আওর গাম নাহি' ছায়াছবিতে লিলিয়ান অথবা 'হাইহিল' চিত্রে সন্ধ্যা রায় এবং 'আওর গাম নাহি' ছবির একটি দৃশ্যে রোজী, 'ইয়ে ভি এক কাহানী' চিত্রে চিত্রা ও হারুন। কখনো কখনো খেলাধূলার খবরও ছাপা হতো যেমন ওয়ান্ডারার্স সেমিনাইলে উন্নীত বা বিশ্ববিদ্যালয় দল ২-০ গোলে পরাজিত। সংস্কৃতির খবর ছিল এমন- করাচিতে শিল্পীদের চিত্রপ্রদর্শনী। বিশেষ খবরের শিরোনাম ছিল এমন – সাজঘরের প্রতিনিধির কোলকাতা যাত্রা। পরে বিস্তারিত বলা হচ্ছে, সাজঘরের প্রতিনিধি মি. নাঈম কোলকাতার সিনেমাসংক্রান্ত গরম গরম খবর দিতে আগামী ১৭ আগস্ট কোলকাতার পথে ঢাকা ত্যাগ করিবেন। তিনি সেখানে মাসাধিককাল থাকবেন। মুক্তিপ্রাপ্ত সিনেমার বিজ্ঞাপন ছিল এমন- আগস্টে মুক্তি পাচ্ছে একযোগে বলাকা, জোনাকী, স্টার, ডায়না, উল্কা (জয়দেবপুর), হংস (নারায়ণগঞ্জ), সিনেমাপ্যালেস (চট্টগ্রাম), উল্লাসিনী (খুলনা);  কবরী, রাজ্জাক, জাভেদ ও আনোয়ার হোসেন অভিনীত জুপিটার ফিল্মসের অধিকার; পরিচালনায় কামাল আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us