চুলের পাক ধরা ঠেকাতে কে না চান! কিন্তু চাওয়ার সঙ্গে কাজ আর মেলে কই? চুলের যত্ন নিতে বসলে প্রথমেই যে জিনিসটা আমরা ইদানীং বাদ দিই, আদতে তাতেই লুকিয়ে আছে সমাধান। কর্মব্যস্ত জীবনে নিয়মিত চুলে তেল দেওয়ার অভ্যাস কারও নেই। আর সেই কারণেই চুল নিয়ে নানা সমস্যায় ভুগতে হয় আমাদের।
শুষ্ক চুলে প্রাণ ফেরানো থেকে শুরু করে চুল পড়া রোধ, সবেতেই তেলের জুড়ি মেলা ভার। চুলের প্রকৃতি তৈলাক্ত হলেও তার যত্নের জন্যও রয়েছে তেলের দাওয়াই। চুলে তেল লাগানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে।
যার ফলে চুলের নানা প্রকার সমস্যা আরও বেড়ে যায়।১) অনেকেই মনে করেন সারা রাত চুলে তেল লাগিয়ে রাখলেই চুলের স্বাস্থ্য ভাল হয়। এই ধারণা ভুল। বেশি ক্ষণ চুলে তেল লাগিয়ে রাখলে মাথার ত্বকে ধুলোময়লা জমা হয়। ফলে মাথার ত্বকের রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়।