করণ জোহরের সঞ্চালনায় ‘বিগ বস’-এর ওটিটি প্ল্যাটফর্মের সংস্করণে অংশগ্রহণ করেছিলেন উরফি জাভেদ। কিন্তু সেখান থেকেই খ্যাতির দিকে যাত্রা শুরু করেননি তিনি। শুরু হয়েছে পোশাক দিয়ে। ভক্তদের কাছে তার পরিচয়, যিনি অচেনা সাজে নিজেকে সাজান।
স্বল্পবসনে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় উরফিকে। এজন্য কম সমালোচনাও শুনতে হয় না তাকে। সম্প্রতি আবারও আলোচনায় উরফি। একগুচ্ছ সেফটি পিন দিয়ে সাজিয়েছেন নিজেকে। সেফটি পিনের শৃঙ্খল বানিয়ে তা দিয়ে নিজের শরীর ঢেকেছেন। যদিও অন্তর্বাস পরতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে সেই পোশাক পরে নেচে ভিডিও দিয়েছেন তিনি। জানিয়েছেন, তিনদিন ধরে এই পোশাক বানিয়েছেন তিনি এবং তার সহকর্মীরা।