পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নদী-হ্রদের পানিতে ফুল ভাসিয়ে বা 'ফুল বিজু' উদযাপনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ দিনের বিজু উৎসব।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, ম্রোদের চানক্রান, খিয়াংদের সাংগ্রান, খুমিদের সাংক্রাই, চাকমাদের বিজু ও তঞ্চঙ্গ্যাদের বিষুর আদ্যাক্ষর নিয়ে দাঁড়িয়েছে 'বৈসাবি'। তাই অনেকে এই উৎসবকে সম্মিলিতভাবে 'বৈসাবি' বলে থাকেন।
আজ সকালে চাকমা ছেলে-মেয়েরা নদী-হ্রদে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় দেয় ও নতুন বছরকে স্বাগত জানায়। সেসময় তারা সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে।
ঐতিহ্য অনুযায়ী আজ চাকমা পরিবারের লোকজন ফুল দিয়ে তাদের ঘর সাজাবেন। আগামীকাল বুধবার উৎসবের প্রধান দিন 'মূল বিজু' উদযাপিত হবে। উৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার 'গজ্যাপজ্যা' বা বিশ্রামের মধ্য দিয়ে।