শিক্ষকদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নজর রাখবে সরকার

যুগান্তর প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ২১:৩২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা সব অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নজরে আসছে। 


বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সৃষ্ট অস্থিরতা রোধে এই ব্যবস্থা নিচ্ছে সরকার। 


এজন্য অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ে ২৭ সদস্যবিশিষ্ট চারটি কমিটি গঠন করা হয়েছে। 


পাশাপাশি ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামে আরেকটি কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির কাছে ওই চারটি কমিটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে বলে জানা গেছে। 


রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের স্বাক্ষরিত কমিটি গঠনসংক্রান্ত এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us