রাজনীতি শুরুর পর উত্থান-পতনের ৩৪ বছরে এসে মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফ সোমবার পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা পদত্যাগ করায় ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
সংসদের নিম্নকক্ষে একক বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দল পিটিআই, তাদের সদস্য সংখ্যা ১৫৫। কিন্তু সোমবার অধিবেশন বর্জন করায় বিরোধীদের ১৭৪ ভোটের সবই পান শেহবাজ শরিফ।