রাজবাড়ীতে ভয়াবহ আকারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ২০ শয্যার ওয়ার্ডে রোগী ভর্তি ৫২ জন। উপায় না পেয়ে রোগীর অভিভাবকেরা হাসপাতালের পাশে ময়লার ড্রেনের পাশে পেতেছে বিছানা। এভাবেই চিকিৎসা সেবা চলছে রাজবাড়ী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০ শয্যার হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে ৫২ জন রোগী ভর্তি। হাসপাতালের স্থান সংকুলান না হওয়ার কারণে একটি বিছানায় একাধিক রোগীরে রাখা হয়েছে। হাসপাতালের মেঝেতে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালের সিট না পেয়ে দুইজন রোগী হাসাপাতালে পাশ দিয়ে বয়ে যাওয়া ময়লার ড্রেনে পাশে গাছের নিচে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। নতুন করে রোগী আসছে।