আগের দিনও ছিলেন তারা মাঠে। ব্যাট করছেন, ফিল্ডিংও করেছেন। তবে চতুর্থ দিন সকাল থেকেই অসুস্থ অনুভব করতে থাকেন সেরেল এইউইয়া ও ভিয়ান মুল্ডার। পরে রেপিড এন্টিজেন পরীক্ষা করে দেখা যায় তারা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তারা। আইসিসির প্রোটোকল অনুযায়ী তাদের বদলে দুজন ক্রিকেটারকে ম্যাচের মধ্যেই একাদশে নিয়েছে প্রোটিয়ারা।
একাদশে এসেছেন খায়া জন্ডু ও গ্লেন্টন স্টুর্নাম। খায়া জন্ডুর এটি প্রথম টেস্ট। কিন্তু ম্যাচের পরিস্থিতি বলছে কেবল ফিল্ডিং করা ছাড়া তার বিশেষ কাজ থাকবে না। তবে তারা ঢুকে গেছেন একটি ইতিহাসে। তারাই ক্রিকেটের প্রথম কোভিড বদলি।