দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ ঈদুল ফিতরের পর লন্ডন থেকে দেশে ফিরবেন। দেশটির নতুন সরকারের মেয়াদ ছয় মাসের বেশি হবে না। পিএমএল-এন নেতা মিয়া জাভেদ লতিফ গতকাল রোববার এসব কথা বলেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
তবে নওয়াজ শরিফের মুখপাত্র মুহাম্মদ জুবায়ের পিএমএল-এনের সর্বোচ্চ নেতার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। তিনি বলেন, ‘এটি স্পর্শকাতর বিষয়। এ পর্যায়ে এ নিয়ে কোনো কিছু যাবে না।’
এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের দেশে ফেরা নিয়ে কথা হচ্ছে, বিষয়টি তেমন নয়। এর আগেও জাভেদ লতিফসহ অনেক পিএমএল-এন নেতা একই ধরনের দাবি করেছেন। ইমরান খান সরকার উৎখাতের পর নওয়াজের দেশে ফেরা নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর তিনি আর ফেরেননি।