টেক্সাস এ এন্ডএম ইউনিভার্সিটির করা এক গবেষণা অনুসারে, গর্ভাবস্থায় দূষণের সংস্পর্শে আসার ফলে শিশুদের মধ্যে অনেক বিরূপ প্রভাব ফেলতে পারে যা একটি শিশুর প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রসারিত হতে পারে। গবেষণা অনুসারে,গর্ভাবস্থায় বায়ু দূষণের সংস্পর্শে আসার ফলে শিশুর ওজন কম হতে পারে,অথবা নির্ধারিত সময়ের পূবেই শিশুর জন্ম হতে পারে। এবং শিশুটি যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তার হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকতে পারে।
এ ধরনের সমস্যার বেশির ভাগই হয়ে থাকে ভ্রুণের বৃদ্ধি এবং বিকাশের দ্রুত গতির কারণে। গবেষকরা সুক্ষ্ম কণার দূষণ এবং শ্বাসযন্ত্রের রোগের সম্ভাবনার মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন। এ ধরণের দূষণ শ্বাসনালিতে আরও গভীরে কাজ করতে পারে এবং স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। বিজ্ঞাপন ‘এনআরএফ২’ জিনটি মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যে ইমিউন ফাংশন এবং স্ট্রেস প্রতিক্রিয়াকে প্রভাবিত করে।