পানি ধীরে ধীরে কমতে থাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সময়মতো বাঁধ মেরামতের কাজ শুরু করতে পারেনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তার ভাষ্য, এর পাশাপাশি অসময়ের বৃষ্টির কারণে হাওর এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
আজ সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহিদ ফারুক।
প্রতিমন্ত্রী জানান, গত ডিসেম্বরে বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জমে থাকা পানির কারণে তা সম্ভব হয়নি।
গত ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত হাওর এলাকায় ১২০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, 'ক্ষতিগ্রস্ত ৩টি বাঁধের মধ্যে ২টি মেরামত করা হয়েছে। অন্য ১টির কাজ চলছে।'
এ ছাড়া আকস্মিক বন্যা মোকাবিলায় সরকার স্থায়ী সমাধানের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।