হৃদয়ে বৈশাখের রং

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১১:৪৫

এক দিকে নতুনের হাতছানি, অন্যদিকে পুরোনোর মায়া। এই দুইয়ে মিলে আসে বাংলার নতুন বছর। আর নতুন বছরের প্রথম মাস বৈশাখ। বছর শুরুর প্রথম দিনটিকে বরণ করে নেওয়ার জন্য বাঙালির উৎসব আয়োজনের শেষ নেই। খাবার থেকে শুরু করে পোশাক, গয়না, ঘরের সাজ ইত্যাদিতে থাকে বৈশাখের ছোঁয়া। দিন যত যাচ্ছে, ফ্যাশন হাউসগুলো সেট করছে নতুন নতুন ট্রেন্ড।


বৈশাখে পোশাকে লাল ও সাদার প্রাধান্যই বেশি দেখা যায়। পোশাকে এই লাল-সাদার সমন্বয় খুব সম্ভবত আবহাওয়ার কারণে হয়েছিল। চৈত্র-বৈশাখের প্রচণ্ড গরমে সাদা রং প্রশান্তি দেয়। তার সঙ্গে বৈপরীত্য তৈরি করতেই লাল রঙের ব্যবহার। এর বাইরে বৈশাখের রং হিসেবে অন্য কোনো কারণ খুব একটা জানা যায় না। আর যতটুকু জানা যায়, বৈশাখের রং হিসেবে লাল ও সাদার ব্যাপক প্রচারের ক্ষেত্রে ফ্যাশন হাউসগুলোর বড় ভূমিকা রয়েছে। 
তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। ফ্যাশন হাউসগুলো লাল ও সাদার পাশাপাশি অন্যান্য উজ্জ্বল রংও এখন ব্যবহার করছে বৈশাখে। নীল, হলুদ, সবুজ, প্যারট গ্রিন, খয়েরি ইত্যাদি রং এখন সমাদর পাচ্ছে।


পোশাকে ট্রাক আর্ট


প্রতিবারের মতো এবারও রঙ বাংলাদেশ বিষয়ভিত্তিক থিমে সাজিয়েছে পোশাক। এবারের পোশাক ডিজাইনের মূল প্রেরণা হিসেবে ফ্যাশন হাউসটি বেছে নিয়েছে ট্রাক আর্ট। মূল রং হিসেবে বেছে নিয়েছে লাল, সাদা, নীল, ক্রিম ও অলিভ রংকে। সহকারী রং হিসেবে আছে টিয়া সবুজ, লাইট অলিভ, পিংক, লাইট পেস্ট, ব্রাউন ও সোনালি হলুদ রং। বিভিন্ন ধরনের কটন, লিনেন ও হাফসিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে। পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us