ইউরোপিয়ান ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভের ‘রিকশা গার্ল’

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১১:০৭

প্যারিসের ‘দ্য ইউরোপিয়ান ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এর অনলাইন এডিশনে প্রদর্শিত হলো বাংলাদেশি চলচ্চিত্রকার অমিতাভ রেজার নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। ফেস্টিভ্যালের ওয়েবসাইটের দেওয়া সময় অনুযায়ী গতকাল বেলা ১টা ১৫ মিনিটে প্রদর্শিত হয়।


জানা গেছে, শিগগিরই ফেস্টিভ্যালটি বাংলাদেশি সংস্করণ শুরু করবে। বাংলাদেশি সংস্করণের দায়িত্ব পালন করবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। আইএএফএমের প্রাক্তনী হিসেবেই অমিতাভ রেজার এই চলচ্চিত্রটির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর বিবেশ রায়।


আইএফএমের প্রেস কো-অর্ডিনেটর চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ জানান, এই ফেস্টিভ্যালটি ২০০৬ সাল থেকে চলছে। সারা বিশ্বের ইন্ডি-ফিল্মমেকারদের জন্য এটা খুবই উল্লেখযোগ্য একটা ফেস্টিভ্যাল। এবারই প্রথম বাংলাদেশের কোনো ছবি প্রদর্শিত হলো এখানে। আইএফএমের যেকোনো সাবেক সদস্য এন্ট্রি ফি ছাড়াই এই ফেস্টিভ্যালে নির্দিষ্টসংখ্যক চলচ্চিত্র জমা দিতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us