মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরিফ বলেছেন, জাতীয় সম্প্রীতি তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে। তিনি আরো বলেছেন, অর্থনীতি চাঙ্গা করার পর জনগণ কিছুটা স্বস্তি পাবে।
সম্মিলিত বিরোধী দলের প্রার্থী এবং পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা শাহবাজ বলেছেন, তিনি বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন মন্ত্রিসভা গঠন করবেন।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ বলেন, তারা একটি নতুন যুগের সূচনা এবং দেশে পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতির প্রচার করবেন।
পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে শাহবাজ বলেন, তারা ভারতের সঙ্গে শান্তি চান। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা সম্ভব নয়।
পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শাহবাজ বলেন, মামলাগুলো আইন অনুযায়ী বিচার করা হবে।