ইমরান খানের অপসারণের পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পিএমএল-এন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফ রাজনীতিতে তিন দশকেরও বেশি সময় তার ভাই নাওয়াজ শরিফের প্রভাবের ছায়াতেই ছিলেন।
১৯৫১ সালে জন্ম নেয়া শাহবাজ শরিফ রাজনীতিতে যোগ দেন আশির দশকে, যখন তার ভাই নাওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন।
তিনি তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও আইনি জটিলতার মধ্যেই ২০১৮ সালের জুলাইয়ে শাহবাজ শরিফ তার দলের নির্বাচনী তফসিল উপস্থাপন করেন।