রাশিয়ান হ্যাকারদের সাত ডোমেইন জব্দ মাইক্রোসফটের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১৭:২৬

রাশিয়াভিত্তিক হ্যাকার দল ‘ফ্যান্সি বেয়ার’-এর সাতটি ডোমেইন জব্দ করেছে মাইক্রোসফট। উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, ইউক্রেইনের সংবাদসংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিমালা বিষয়ক থিংক ট্যাংক এবং নানা সরকারি সংস্থার ওপর সাইবার হামলা চালাতে ব্যবহৃত হয়েছে ডোমেইনগুলো।


সাইবার অপরাধ জগতে ‘স্ট্রোনিয়াম’ এবং ‘এপিটি২৮’ নামেও পরিচিতি আছে ‘ফ্যান্সি বেয়ার’-এর। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে হ্যাকারদের দলটির সংশ্লিষ্টতার কথা আগেই জানিয়েছিলেন সাইবার নিরাপত্তা গবেষকরা।


ডোমেইনগুলোর দখল নেওয়ার জন্য ৬ এপ্রিল মাইক্রোসফট আদালতের অনুমতি পেয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ডোমেইনগুলোকে পরে একটি ‘সিংকহোল’-এর দিকে ঘুরিয়ে দেন সাইবার নিরাপত্তা গবেষকরা। ‘সিংকহোল’ আদতে সাইবার নিরাপত্তা গবেষকদের ব্যবহৃত একটি বিশেষ সার্ভার; ক্ষতিকর ইন্টারনেট সংযোগগুলোকে এ ধরনের সার্ভারে ‘আটক করে বিচার-বিশ্লেষণ করে দেখা হয়’ বলে জানিয়েছে ভার্জ।


সর্বশেষ সাতটি ডোমেইন জব্দ করার আগেই ফ্যান্সি বেয়ারের একশ’র বেশি ডোমেইন জব্দ করার দাবি করেছে মাইক্রোসফট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us