দিনাজপুরে হঠাৎ শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটোসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, গত ৩ এপ্রিল (রোববার) থেকে দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিনই জেলার কোনো না কোন অঞ্চলে শিলাবৃষ্টি হয়। সর্বশেষ বোচাগঞ্জ, বীরগঞ্জ ও সদর উপজেলার কিছু কিছু অংশে টানা ১০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।
রাসেল ইসলাম নামের এক আম চাষি বলেন, আম ও লিচুর গুটি আসতে শুরু করেছে। শিলাবৃষ্টিতে আম, লিচু ও টমেটোর ক্ষতি হয়েছে।